প্রচ্ছদ ›› বাণিজ্য

ইসলামী ব্যাংকসহ চার কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২২ ১৭:০৩:৪১ | আপডেট: ৩ years আগে
ইসলামী ব্যাংকসহ চার কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, সিটি ব্যাংক এবং ইসলামী ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায়, হাইডেলবার্গ সিমেন্টের ২০ জুলাই, বিকাল পৌনে ২.৪৫মিনেটে, সিটি ব্যাংকের ২১ জুলাই বিকাল ৩টায় এবং ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২০ জুলাই বিকাল পৌনে ২.৪৫ মিনেটে অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা বোর্ডের অনুমোদনক্রমে দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করা হবে।