প্রচ্ছদ ›› বাণিজ্য

ঈদ উপলক্ষে বাজার স্থিতিশীল রাখার আহ্বান এফবিসিসিআইয়ের

নিজস্ব প্রতিবেদক
০২ জুন ২০২২ ১৬:২৮:১৮ | আপডেট: ৩ years আগে
ঈদ উপলক্ষে বাজার স্থিতিশীল রাখার আহ্বান এফবিসিসিআইয়ের

ঈদ-উল-আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে আমদানি স্টক, সরবরাহ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

এসময় তিনি ভোক্তাদের অপ্রয়োজনীয় পণ্য না কেনার জন্য অনুরোধ করেন। কারণ প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনার ফলে বাজারে সংকট তৈরী হয়। এতে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়।

জসিম উদ্দিন বলেন, ধানের ভরা মৌসুমে চালের দাম বাড়ানো অযৌক্তিক। তবে আমাদের বেশিরভাগ ব্যবসায়ী সৎ থাকলেও কিছু ব্যবসায়ী বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই ঈদের আগে বাজার স্থিতিশীল করতে সরকারের উচিত বাজার মনিটরিং করা।

মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো কারণ নেই। কারণ বাজারে চাল, পেঁয়াজ, ভোজ্যতেল ও মসলার পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানান তিনি।