বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘চিনির দাম বেড়েছে। এ কথা আমি স্বীকার করছি। দেশের বৃহৎ বাজারে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে অনেকে ব্যবসা করছেন। বিশাল এই বাজার নিয়ন্ত্রণ করা আসলে একটু কঠিন হয়ে পড়ে।’
রোববার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি সরকার চিনির দাম কেজি প্রতি তিন টাকা কমানোর ঘোষণা দিয়েছে কিন্তু বাজারে উল্টো দাম বেড়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। ট্যারিফ কমিশন থেকে ক্যালকুলেশন করে দেখা গেছে, প্রতি কেজি চিনিতে তিন টাকার বেশি দাম কমানো সম্ভব। সে হিসেবে দাম কমানো হয়েছিল।’
উল্লেখ্য, গত ৬ এপ্রিল চিনির দাম কেজিতে ৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সেই ঘোষণা অনুযায়ী প্রতি কেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৯ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু বাজারের চিত্র ঠিক তার বিপরীত। সরকার কমানোর ঘোষণা দিলেও ব্যবসায়ীরা উল্টো বাড়িয়ে দিয়েছে চিনির দাম।