প্রচ্ছদ ›› বাণিজ্য

ঈদে মিনিস্টারের কোটি টাকার সালামি অফার

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৩ ১৬:৫৪:৪৪ | আপডেট: ২ years আগে
ঈদে মিনিস্টারের কোটি টাকার সালামি অফার

মিনিস্টার মাইওয়ান গ্রুপ এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ‘কোটি কোটি টাকার ঈদ সালামি’ অফার দিচ্ছে।

এই অফারের মাধ্যমে মিনিস্টারের ফ্যান, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে ডিসকাউন্ট মূল্যে। রেফ্রিজারেটর কিনলে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন ক্রেতারা।

এছাড়াও স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ‘কোটি কোটি টাকার সালামি অফার’ পাবেন গ্রাহকরা। কার্ড স্ক্র্যাচ করে গ্রাহকরা পেতে পারেন তাৎক্ষণিকভাবে ক্যাশ ভাউচার, গিফট অথবা ১০০% ফ্রি অফার। উপরন্তু একটি এলইডি টিভি মাত্র ৬ হাজার ৯০০ টাকায় এবং টেবিল ফ্যান মাত্র ১ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে।

মিনিস্টার মাই-ওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া বলেন, ‘ঈদ হচ্ছে আনন্দ উদযাপন ও উপহার দেওয়ার সময় আর তাই এবার ঈদে আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য আমাদের পণ্য উপভোগের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করার সুবিধার্থে মিনিস্টার মাই ওয়ান গ্রুপ একটি ঈদ স্পেশাল ক্যাম্পেইন চালু করেছে।’

এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা দৈনিক ১০০ টাকা কিস্তিতে রেফ্রিজারেটর কিনতে পারবেন। তাছাড়া ১৬৫ লিটার রেফ্রিজারেটরের দাম এখন মাত্র ২৩ হাজার ৯০০ টাকা। মাত্র ৯৯ টাকায় ৭ বছরের সার্ভিস ওয়ারেন্টিসহ ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন অফার করা হচ্ছে।

প্রতিদিনের কিস্তির অফারটির পাশাপাশি ক্যাম্পেইনটিতে থাকছে একটি এক্সচেঞ্জ অফারও, যেখানে মিনিস্টার তার গ্রাহককে ১৬৫-২৮৫ লিটার রেফ্রিজারেটরে ৫ হাজার টাকা এবং ২৮৫ লিটার বা তার অধিক ধারণক্ষমতার রেফ্রিজারেটরে ৭ হাজার টাকা পর্যন্ত ছাড় দেবে এই এক্সচেঞ্জ অফার গ্রহণকারী গ্রাহকদের।

গ্রাহকগণ মাত্র ২ হাজার টাকা মাসিক কিস্তিতে এনার্জি সেভিং ইনভার্টার প্রযুক্তিযুক্ত, ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টিসহ ১০০% বিটিইউ এয়ার কন্ডিশনার কিনতে পারবেন। এছাড়াও এক্সচেঞ্জ অফারে ৩০ শতাংশ ছাড়সহ নতুন এসি পাওয়া যাবে।

ক্যাম্পেইন চলাকালে গ্রাহকগণ ওয়াশিং মেশিন কিনলে ৩ হাজার টাকা মূল্যের ক্যাশ ভাউচার ও মিনিস্টার মাইক্রোওয়েভ ওভেন কিনলে উপহার হিসেবে পাবেন একটি রাইস কুকার বা মশা নিধনকারী ব্যাট। আবার সিলিং ফ্যান কিনলে ক্রেতারা পাবেন ৩০০ টাকা ডিসকাউন্ট অথবা 'কোটি কোটি টাকার ঈদ সালামি' স্ক্র্যাচ কার্ড।