প্রচ্ছদ ›› বাণিজ্য

উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে নজর দেয়ার আহ্বান এফবিসিসিআই সভাপতির

নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২২ ১৮:২৫:৫৩ | আপডেট: ৩ years আগে
উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে নজর দেয়ার আহ্বান এফবিসিসিআই সভাপতির

বিশ্ববাজারে তৈরি পোশাকের দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক হলেও মূলত তূলনামূলক কম দামের পোশাক বিক্রি করে বাংলাদেশ। এ অবস্থার উন্নয়নে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের উদ্যোক্তাদের বিনিয়োগ ক্ষেত্রে বৈচিত্র্য আনার আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মো. জসিম উদ্দিন।

শনিবার এফবিসিসিআই কার্যালয়ে আরএমজি, নিটওয়্যার ও সোয়েটার ইত্যাদি স্থায়ী কমিটির প্রথম বৈঠকে সভাপতি এ আহ্বান জানান।

তিনি বলেন, বেশিরভাগ উদ্যোক্তা কটনভিত্তিক পোশাক ও স্পিনিং খাতে বিনিয়োগ করতে আগ্রহী। তবে বিশ্ববাজারে এখন মানবসৃষ্ট ফাইবারের পোশাকের চাহিদা বাড়ছে, যেটার দামও বেশি।

মো.জসিম উদ্দিন এসময় তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে উদ্যোক্তাদের মানবসৃষ্ট ফাইবারে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, রপ্তানিকারকরা ধীরে ধীরে সস্তা বিদ্যুৎ, জ্বালানি ও শ্রমের সুবিধা হারাচ্ছেন। তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মূলত তুলনামূলক সস্তা পোশাক রপ্তানি করে থাকে বলে মন্তব্য করেন তিনি।

জসিম উদ্দিন বলেন, প্রতিনিয়ত কাঁচামালের দাম বাড়ছে। তাই শিল্পের অগ্রগতি অব্যাহত রাখতে রপ্তানিকারকদের এখন উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে মনোযোগ দিতে হবে।

এসময় বাংলাদেশকে নতুনভাবে ব্র্যান্ডিং করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।