প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের সামান্য উত্থানে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২২ ১৫:১৩:০৭ | আপডেট: ২ years আগে
সূচকের সামান্য উত্থানে কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারের প্রধান সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামান্য উত্থান হলেও টাকার পরিমাণে লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.১১ পয়েন্ট বা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯২.২৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৭৭.৬৫ পয়েন্টে। শরিয়াহ ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪০৭.০২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৯৭৫ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২০৩ কোটি ০৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১৭৮ কোটি ৭১ লাখ টাকার।

ডিএসইতে আজ লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৭৮টির এবং ২২৫টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।