সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।
লেনদেন শুরুর পর ৩টি সূচকই ঊর্ধ্বমুখী দেখা যায়।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, সকাল ১০টা ১৫ মিনিটে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৭০ পয়েন্টে।
আর শরিয়া সূচক ডিএসইএস ০.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৯ পয়েন্টে। অপর সূচক ডিএস৩০ পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৬৪৩ পয়েন্টে।