প্রচ্ছদ ›› বাণিজ্য

ঊর্ধ্বমুখী সূচকে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
০৯ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩২:৪১ | আপডেট: ৩ years আগে
ঊর্ধ্বমুখী সূচকে চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। এদিন ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স এবং ফার্মাসিউটিক্যালস খাতের ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, লেনদেন শুরুর সময়ে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩.৩১ পয়েন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে অবস্থান করে ৭ হাজার ৮৬ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০.৪৩ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে ১ হাজার ৫১১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.২৪ পয়েন্ট বা ০ শতাংশ বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬১০ পয়েন্টে।