প্রচ্ছদ ›› বাণিজ্য

ঋণ কেলেঙ্কারির পর এসআইবিএল ছাড়লেন চেয়ারম্যান ও এএমডি

নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৩ ১৯:৩৪:২১ | আপডেট: ২ years আগে
ঋণ কেলেঙ্কারির পর এসআইবিএল ছাড়লেন চেয়ারম্যান ও এএমডি
বামে মাহবুব-উল-আলম, ডানে রেজা মোঃ ইয়াহিয়া

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) চেয়ারম্যান মোঃ মাহবুব-উল-আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবু রেজা মোঃ ইয়াহিয়া পদত্যাগ করেছেন।

জানা যায়, পদত্যাগপত্র জমা দিয়ে গত সপ্তাহে দেশের বাইরে চলে গেছেন চেয়ারম্যান মোঃ মাহবুব-উল-আলম। আর রোববার থেকে অফিসে আসছেন না এএমডি আবু রেজা মোঃ ইয়াহিয়া।

নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন শরিয়াহভিত্তিক ব্যাংকটির অর্ধ ডজন কর্মকর্তা।

আরও পড়ুন- ৬ হাজার ৩৭০ কোটি টাকার ঋণ পেলো ‘অখ্যাত’ বিজনেস গ্রুপ

এদিকে ব্যাংকটির চেয়ারম্যান মোঃ মাহবুব-উল-আলম ও এএমডি আবু রেজা মোঃ ইয়াহিয়ার সঙ্গে একাধিকবার বিভিন্ন উপায়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাদের ফোনও বন্ধ পাওয়া গেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলমকে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।

চেয়ারম্যান মাহবুব-উল-আলম এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি ছিলেন। আর আবু রেজা ইয়াহিয়াও ইসলামী ব্যাংকেরই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে ছিলেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঋণ অনিয়ম ও কেলেঙ্কারি নিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে বাণিজ্যিক খাতের শরিয়াহভিত্তিক এ দুই ব্যাংক।