প্রচ্ছদ ›› বাণিজ্য

ঋণ খেলাপি: নুরজাহান গ্রুপের এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি ২০২৩ ২১:০৮:৫১ | আপডেট: ২ years আগে
ঋণ খেলাপি: নুরজাহান গ্রুপের এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাররীন ভেজিটেবল অয়েলস লিমিটেডের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় নুর জাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ রতন ও তার ভাই টিপু সুলতানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করেছে আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। একই আদেশে আসামিদের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ প্রদান করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিদের মধ্যে টিপু সুলতান অন্য একটি ঋণ খেলাপি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানান রেজাউল করিম শাহেদ।

আদালত সূত্রে জানা যায়, মাররীন ভেজিটেবল অয়েলস লিমিটেডের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০১৩ সালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুর জাহান গ্রুপের এমডি জহির আহমেদ রতন ও তার ভাই মাররীন ভেজিটেবল অয়েলস লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতানের নামে মামলা করে অগ্রণী ব্যাংক। মাররীন ভেজিটেবল অয়েলস লিমিটেডের কাছে ব্যাংকের ঋণ ৯৩৬ কোটি ৫০ লাখ ৭৯ হাজার টাকা। ওই মামলায় ২০২১ সালের ১ ডিসেম্বর আদালত ডিক্রি জারি করে ৬০ দিনের মধ্যে ঋণ পরিশোধের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করায় গত ১০ অক্টোবর জারি মামলা জারি করেন। ওই জারি মামলায় অদাালত আজ আসামিদের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশসহ গ্রেপ্তার পরোয়ানা জারি করেন।