প্রচ্ছদ ›› বাণিজ্য

ঋণপত্র খোলার কড়াকড়িতে শিথিলতা চায় বিএবি

নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২০:২৪ | আপডেট: ১ year আগে
ঋণপত্র খোলার কড়াকড়িতে শিথিলতা চায় বিএবি

ডলার সংকটে এলসি বা ঋণপত্র খোলায় কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক। ঋণপত্র খোলায় শিথিলতা চেয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

এ সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রপ্তানি আয় দ্রুত দেশে আনতে তাদের কাছে সহযোগিতা চান।

বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বিএবি’র একটি প্রতিনিধি দল বৈঠক করেন। সেখানে এসব দাবি জানানো হয়।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এসময় বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর ও মুখপাত্র উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, ব্যাংক খাতের চলমান ডলার সংকট থেকে কীভাবে উত্তরণ করা যায় এ বিষয়ে আলোচনা হয়। ডলার সংকটের কারণে আমদানির ঋণপত্র খোলায় কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকগুলোর এলসি খোলাতে যেসব কড়াকড়ি আরোপ করা হয়েছে, তা শিথিল করার জন্য অনুরোধ জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিবার্হী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, চলমান ডলার সংকটে ব্যাংকগুলো পূর্ণমাত্রায় এলসি খুলতে পারছে না এ নিয়ে আলোচনা হয়েছে। কবে নাগাদ এ সংকট কেটে যাবে সেসব বিষয়ে জানতে চেয়েছে তারা। এসময় গভর্নর দেশের যেসব রপ্তানি আয় আসেনি, তা দ্রুত দেশে আনার জন্য সহায়তা চান চেয়ারম্যানদের কাছে। এসব আয় দেশে আসলে সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।