প্রচ্ছদ ›› বাণিজ্য

‘এ’ ক্যাটাগরিতে ফিরলো এসএস স্টিল

নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২২ ১১:৫৭:০০ | আপডেট: ১ year আগে
‘এ’ ক্যাটাগরিতে ফিরলো এসএস স্টিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেয়ায় ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএসই এ তথ্য জানায়।

ডিএসই বলছে, কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে আগামী ২২ মে থেকে লেনদেন করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার মধ্যে ২ শতাংশ নগদ এবং ৮ শতাংশ স্টক।

এর আগে গত ৫ এপ্রিল ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয় কোম্পানিটি। পরদিন ৬ এপ্রিল থেকে ওই ক্যাটাগরিতে লেনদেন হয়ে আসছিল এসএস স্টিল।