চলতি সপ্তাহে দুই কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটো হচ্ছে বীমা খাতের প্রগতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। এর মধ্যে প্রগতি ইন্সুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে ৬ জুন সকাল ১১ টা ৩০ মিনিটে এবং ইউসিবি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে ৯ জুন দুপুর ৩ টায়।
এই দুই কোম্পানির বোর্ড সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
এই সভাগুলো থেকে শেয়ারহোল্ডার কতৃক ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে।
এর আগে ৩১ মার্চ ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করে প্রগতি ইন্সুরেন্স। যার রেকর্ড ডেট ছিল ১০ মে।
৩১ মার্চ ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করে ইউসিবি। যার রেকর্ড ডেট ছিল ২৫ এপ্রিল।