প্রচ্ছদ ›› বাণিজ্য

এক ঘণ্টার মাথায় সবকটি সূচক নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২১ ১১:০৫:২০ | আপডেট: ৩ years আগে
এক ঘণ্টার মাথায় সবকটি সূচক নিম্নমুখী

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন শুরুর এক ঘণ্টার মাথায় সবকটি মূল্য সূচকের নিম্নমুখী প্রবণা দেখা যাচ্ছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, সকাল ১১টায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ৬ হাজার ৮৩০ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৪৩৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ৫৮০ পয়েন্টে দাঁড়ায়।

গতকাল ডিএসইর লেনদেন শেষ হয়েছিল সবকটি সূচকের উত্থানে। লেনদেন হয় মোট ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার শেয়ারের।