প্রচ্ছদ ›› বাণিজ্য

এক ঘণ্টায় লেনদেন ছাড়ালো ১৮৬ কোটি ৬৬ লাখ

নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৩ ১১:১৪:৪৯ | আপডেট: ২ years আগে
এক ঘণ্টায় লেনদেন ছাড়ালো ১৮৬ কোটি ৬৬ লাখ

দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। রোববার ডিএসইতে প্রথম ঘণ্টায় ১৮৬ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

এ সময় ডিএসইর প্রধান সূচক ৪.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ৬ হাজার ২১৯.২৭ পয়েন্টে।

ডিএসইএস এবং ডিএসই ইনডেক্স বেড়েছে যথাক্রমে শূন্য দশমিক ৬৬ এবং শূন্য দশমিক ৬৫ পয়েন্ট।

এ সময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫২ টির কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৮ টি কোম্পানির শেয়ার দর।