প্রচ্ছদ ›› বাণিজ্য

এক ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৩২৫ কোটি

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৯:৫৮ | আপডেট: ২ years আগে
এক ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৩২৫ কোটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসই’তে ৩২৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স ২২.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫০৯.৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৫.৩৬ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৭.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪০.৯১ পয়েন্টে।

এ সময় ডিএসই’তে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৯ টির, কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬ টির।