প্রচ্ছদ ›› বাণিজ্য

এক ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৩৩৭ কোটি টাকা

বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২২ ১০:৪১:৪৪ | আপডেট: ২ years আগে
এক ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৩৩৭ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। বুধবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ৩৩৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২১ টির, কমেছে ১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স ৪১.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৪১.৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৬.৭৭ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১২.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৯.৪৯ পয়েন্টে।