দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচকের সামান্য পতনে চলছে লেনদেন। এদিন প্রথম ঘণ্টায় ডিএসইতে ১২৭ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময় ডিএসইর প্রধান সূচক ৩.২৩ পয়েন্ট কমে অবস্থান করছিলো ৬ হাজার ২৯০.১৬ পয়েন্টে। অন্য সূচকের মধ্যে ডিএসইএস বেড়েছে ০.৭৫ পয়েন্ট এবং ডিএসই৩০ ইনডেক্স কমেছে ০.৮৮ পয়েন্ট।
এসময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৪১ টির কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২১ টি কোম্পানির শেয়ার দর।