দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২ শতাংশ।
সোমবার বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত কেন্দ্রীয় সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ অর্থবছরে সন্দেহজনক লেনদেন (এসআরটি) ও (এসএআর) হয়েছে ৮ হাজার ৫৭১টি। ২০২২ অর্থবছরে এই সংখ্যা ছিল ৫ হাজার ২৮০টি।
এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২ শতাংশ বা ৩ হাজার ২৯১টি।
বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস বলেন, পাচারকৃত অর্থের সঠিক তথ্য নেই। রপ্তানির আড়ালে পাচার কমে গেছে। একইসঙ্গে আমদানির আড়ালে কমানোর জন্য উদ্যোগ নেয়া হচ্ছে।