এনআরবি ব্যাংকের পরিচালক এম বদিউজ্জামান এবং তার স্ত্রী নাসরিন জামানের বিরুদ্ধে ২ কোটি ৫৩ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।
দুদকের জনসংযোগ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুদকের সহকারী পরিচালক সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বদিউজ্জামানের বিরুদ্ধে ১০৩ কোটি টাকা এবং তার স্ত্রী নাসরিন জামানের বিরুদ্ধে দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।