প্রচ্ছদ ›› বাণিজ্য

এনভয় টেক্সটাইলসের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৩ ১২:০৬:১০ | আপডেট: ২ years আগে
এনভয় টেক্সটাইলসের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জাবা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ২১ পয়সা।

আগামী ২৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।