পৃঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের সহযোগী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার ঠাকুরগাঁও লিমিটেড বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।
রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ঠাকুরগাঁও সদরে জগন্নাথপুরের গৌরীপুরে ১১৫ মেগাওয়াট এইচএফও ভিত্তিক পাওয়ার প্লান্টের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।
এনার্জিপ্যাকের সহযোগী প্রতিষ্ঠান প্রাথমিকভাবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সাথে ১৫ বছরের জন্য চুক্তি করেছে।