প্রচ্ছদ ›› বাণিজ্য

‘এলএনজি আমদানি অব্যাহত থাকবে, স্থাপন হবে আরও টার্মিনাল’

নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৪:৫৬ | আপডেট: ২ years আগে
‘এলএনজি আমদানি অব্যাহত থাকবে, স্থাপন হবে আরও টার্মিনাল’

আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।

তিনি বলেন, দেশের উপকূলীয় এলাকা থেকে গ্যাস অনুসন্ধানের তাৎক্ষণিক কোনো সম্ভাবনা নেই। তাই এলএনজির নির্ভরতা অব্যাহত থাকবে।

রোববার ঢাকায় বাংলাদেশ এনার্জি সোসাইটি (বিইএস) আয়োজিত এক ওয়েবিনারে তিনি একথা বলেন।

ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, সরকার সারাদেশে আরও ভাসমান স্টোরেজ বা টার্মিনাল এবং রি-গ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নিয়েছে।

এফএসআরইউ হলো এলএনজি টার্মিনাল যা তরল আকারে গ্যাস আমদানি করতে ব্যবহৃত হয়। স্থানীয় সরবরাহ নেটওয়ার্কে ছেড়ে দেয়ার আগে এটিকে সেখানে পুনরায় গ্যাসীকরণ করা হয়।

জ্বালানি উপদেষ্টা বলেন, কক্সবাজারের মহেশখালী দ্বীপে বিদ্যমান দুটি এফএসআরইউ ছাড়াও ভূমিভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য পটুয়াখালী ও ভোলার পায়রায় আরও জায়গা নির্ধারণ করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে আরও এলএনজি আমদানি করতে দীর্ঘমেয়াদি চুক্তি সইয়ের নির্দেশ দিয়েছেন।

বর্তমানে, বাংলাদেশের এলএনজি আমদানির জন্য কাতার এবং ওমানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে এবং এটি স্বল্পমেয়াদী ভিত্তিতে আন্তর্জাতিক স্পট বাজার থেকে তরলীকৃত গ্যাস আমদানি করে।

‘বর্তমান জ্বালানি সংকট– বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক ভার্চুয়াল সেমিনার উপস্থাপনা করেন বিইএস সভাপতি ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ।