প্রচ্ছদ ›› বাণিজ্য

এশিয়া ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৩ ১৯:১২:১৩ | আপডেট: ২ years আগে
এশিয়া ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য ১১ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে  এ তথ্য জানা গেছে।

এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মে।

আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা। এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৬ টাকা ৮৮ পয়সা।

গত হিসাববছরে এর পরিমাণ ছিল ৩ টাকা ২৯ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৫৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৭ জুলাই।