ব্যাংকগুলোকে এসএমই খাতে (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) অর্থায়নে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মোঃ জসিম উদ্দিন।
তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু বড় কোম্পানিগুলোর সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করায় এসএমই খাতে অর্থায়নে অনীহা দেখায় ব্যাংকগুলো।
রোববার ঢাকায় এফবিসিসিআই আয়োজিত ‘এসএমই উন্নয়ন ও বর্তমান প্রেক্ষিতে বঙ্গবন্ধুর চিন্তাধারা’ শীর্ষক সেমিনারে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অর্থায়নের অভাব এসএমই খাতের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, দেশের শীর্ষ বাণিজ্য সংস্থার প্রধান বলেছিলেন- বড় শিল্পের জন্য প্রধানমন্ত্রীর ঋণ প্রণোদনা প্যাকেজ তিন মাসে বিতরণ করা হয়েছিল। কিন্তু এসএমই খাতের জন্য প্রণোদনা দুই বছরেও বিতরণ করা হয়নি।
এসময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুবিধার্থে একটি এসএমই ব্যাংক প্রতিষ্ঠার পরামর্শ দেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
উপজেলা পর্যায়ে বিসিক শিল্প পল্লী স্থাপন এবং অর্থনৈতিক অঞ্চলে এসএমইদের জন্য প্লট বরাদ্দের পরামর্শও দেন তিনি।