পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে (স্বল্প মূলধনি কোম্পানিগুলোর প্লাটফর্ম) মার্কেটে লেনদেনের জন্য কমপক্ষে ৩০ লাখ টাকার শর্ত দিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এ সিদ্ধান্তের পর আজ ১৭ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে লেনদেনকৃত সবগুলি কোম্পানির শেয়ার দর বেড়েছে।
এর আগে ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক নির্দেশনায় কোয়ালিফাইড ইনভেস্টরদের বিনিয়োগের সর্বনিম্ন সীমা ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়।
বৃহস্পতিবার এসএমই মার্কেটে তালিকাভুক্ত ১২টি কোম্পানিই ছিল বিক্রেতাশূন্য। এদিন এ মার্কেটের একমাত্র সূচক ডিএসইমেক্স ১২৪.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৮৪ দশমিক ৩৭ পয়েন্টে। আজ এ মার্কেটে লেনদেন হয়েছে ১২ কোটি ১৬ লাখ টাকার।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে স্বল্প মূলধনি কোম্পানিগুলোর লেনদেনের জন্য এসএমই প্লাটফর্ম চালু হয়। প্রথমে এক কোটি, পরে ৫০ লাখ, এরপর ২০ লাখ এবং সবশেষ ৩০ লাখ- পুঁজিবাজারে কত টাকা বিনিয়োগ থাকলে এসএমই বোর্ডের শেয়ার কেনা যাবে, এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থার একেক সময় একেক সিদ্ধান্ত নেয়।
বর্তমানে এসএমইতে তালিকাভুক্ত কোম্পানি ১৫টি।
এসএমই প্লাটফর্মে থাকা কোম্পানিগুলো হলো:
আছিয়া সি ফুড লিমিটেড, এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, বিডি পেইন্টস লিমিটেড, বেঙ্গল বিস্কুটস লিমিটেড, হিমাদ্রী লিমিটেড, কৃষিবিদ সীড লিমিটেড, কৃষিবিদ ফিড লিমিটেড, মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেড, মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেড, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নিয়ালকো অ্যালয়স লি., ওরাইজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টার এডহেসিভ লিমিটেড, ওয়ান্ডারল্যান্ড টয়েস লি:, ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড।
আছিয়া সি ফুড লিমিটেডের শেয়ার দর গতকালের তুলনায় ১০ শতাংশ বেড়ে আজ সর্বশেষ ২৭.৫০ টাকায় লেনদেন হয়। কৃষিবিদ ফিড লিমিটেড এবং মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের দাম গতকালের তুলনায় ১০ শতাংশ বেড়ে যথাক্রমে ২৯.৭০ পয়সা এবং ২৩.১০ পয়সায় লেনদেন হয়।
বৃহস্পতিবার এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের দাম গতকালের তুলনায় ৯.৬৭ শতাংশ বেড়েছে, বেঙ্গল বিস্কুটস লিমিটেডের দাম বেড়েছে ৯.৯৮ শতাংশ, বিডি পেইন্টস লিমিটেডের দাম বেড়েছে ৯.৮১ শতাংশ, কৃষিবিদ সীড লিমিটেডের দাম বেড়েছে ৯.৮৯ শতাংশ, নিয়ালকো অ্যালয়স লি: এর দাম বেড়েছে ৯.৮৬ শতাংশ, ওরাইজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দাম বেড়েছে ৯.৭৪ শতাংশ, ওয়ান্ডারল্যান্ড টয়েস লি: এর ৯.৭১ শতাংশ এবং মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দাম বেড়েছে ৯.৮৭ শতাংশ এবং মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেডের দাম বেড়েছে ৯.৯৩ শতাংশ।
এসএমই মার্কেটের শুরু
৬টি কোম্পানি নিয়ে শুরু হয় ডিএসইর এসএমই প্লাটফর্মের লেনদেন। এই ছয় কোম্পানি হলো- বেঙ্গল বিস্কুট, ওয়ান্ডারল্যান্ড টয়, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফাইন্যান্সিং মিলস, মাস্টার ফিড এগ্রো, ওরাইজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং হিমাদ্রী লিমিটেড।
এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, ওয়ান্ডার ল্যান্ড টয়েস লিমিটেড, হিমাদ্রী লিমিটেড ও বেঙ্গল বিস্কুট লিমিটেডকে বিলুপ্ত হওয়া ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে এসএমই বোর্ডে যুক্ত করা হয়। বাকি কোম্পানিগুলো কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে এ মার্কেটে তালিকাভুক্ত হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি শাকিল রিজভী দ্য বিজনেস পোস্টকে বলেন, এসএমই মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতকর্তা অবলম্বন করতে হবে।