বিগত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের সহায়তায় আইএসও আন্তর্জাতিক সনদ অর্জন করেছে বাংলাদেশের ৮টি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলো হলো— সেফ ট্রেডিং করপোরেশন, প্রতিভা ট্রেডিং, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ, মাসুদ অ্যাগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্টস, বানি’স ক্রিয়েশন, আয়ুর্বেদীয় ফার্মেসি (ঢাকা), চিপ ফুড বিডি ও অলওয়েলস মার্কেটিং।
সোমবার এসব প্রতিষ্ঠানের কাছে এই সনদ তুলে দেয়া হয়।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. রেজাউল করিম।
ড. মো. মফিজুর রহমান বলেন, চলতি অর্থবছরে আরও ৮টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে আইএসও ২২০০০ সনদ অর্জনে সহায়তা করবে এসএমই ফাউন্ডেশন।
এসএমই ফাউন্ডেশনের সহায়তায় এখন পর্যন্ত ২১টি প্রতিষ্ঠান আইএসও ২২০০০ সনদ অর্জন করেছে।