প্রচ্ছদ ›› বাণিজ্য

এসএমই বোর্ডে লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগ সীমা বাড়ালো বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২২ ১৯:১৮:০৯ | আপডেট: ৩ years আগে
এসএমই বোর্ডে লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগ সীমা বাড়ালো বিএসইসি

পুঁজিবাজারের এসএমই বোর্ডে লেনদেনের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেটে নতুন বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ সীমা ৩০ লাখ টাকা নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন- মূল মাকের্টে হতাশা, এসএমই মার্কেটে উল্লম্ফন

জানা গেছে, এখন থেকে এসএমই মার্কেটে কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে এসএমই মার্কেটে লেনদেন করার জন্য একজন নতুন বিনিয়োগকারীকে সেকেন্ডারি মার্কেটে ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পুরাতন কোয়ালিফাইড বিনিয়োগকারীদের বিনিয়োগসীমা ২০ লাখ থেকে ৩০ লাখে উন্নীতকরণে ৩ মাস সময় পাবেন।