প্রচ্ছদ ›› বাণিজ্য

ওয়াইমেক্স ইলেক্ট্রোডের শেয়ার অধিগ্রহণের অনুমোদন পেল এসএস স্টিল

নিয়াজ মাহমুদ
০১ জুন ২০২২ ২২:০৩:১১ | আপডেট: ৩ years আগে
ওয়াইমেক্স ইলেক্ট্রোডের শেয়ার অধিগ্রহণের অনুমোদন পেল এসএস স্টিল
সংগৃহীত

এসএস স্টিল লিমিটেডকে ওয়াইমেক্স ইলেক্ট্রোড লিমিটেডের শেয়ার প্রতি ১০ টাকায় ৩০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণের অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউটিরিটজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। এ দুটি কোম্পানিই পুঁজিবাজারে তালিকাভুক্ত।

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় কিছু শর্ত জুড়ে দিয়ে অধিগ্রহণের অনুমতি দেয়া হয়েছে।

ওয়েল্ডিং ইলেক্ট্রোডস, গ্যালভানাইজড লোহার তার, তামা-কোটেড ওয়েল্ডিং তার এবং লোহার পেরেক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওইমেক্স ইলেকট্রোড। আর ছোট রোলিং মিল থেকে রিইনফোর্সমেন্ট বার তৈরি করে এসএস স্টিল লিমিটেড। ২০০১ সালে বাণিজ্যিক উত্পাদনে আসে কোম্পানিটি।

২০২০ সালে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯৯ শতাংশ অধিগ্রহণ করে এসএস স্টিল।

এর আগে ২০১৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয় এসএস স্টিল। বুধবার কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়ায় ১৭.৪০ টাকা।

ওয়াইমেক্স ইলেক্ট্রোড ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এখন পর্যন্ত শেয়ারহোল্ডারদের জন্য কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করেনি।

ওয়াইমেক্স ইলেক্ট্রোড'এর পরিশোধিত মূলধন ৬৭ কোটি টাকার বেশি। যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হাতে ২৯.১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪০.৮৭ শতাংশ শেয়ার রয়েছে। বুধবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সা