প্রচ্ছদ ›› বাণিজ্য

ওষুধ ও পোশাক খাত বাড়ালো সূচক

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২২ ১৫:২৫:৪৭ | আপডেট: ৩ years আগে
ওষুধ ও পোশাক খাত বাড়ালো সূচক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বেশিরভাগ খাতের কোম্পানির দর বেড়েছে। দর বাড়ার তালিকায় এগিয়ে ওষুধ ও পোশাক খাত। 

এদিন ওষুধ খাতে ৭০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর পোশাক খাতের ৬৪.৪১ শতাংশ। সাধারণ বিমা খাতের কোম্পনিগুলোর মধ্যে আজ ৪৮.১০ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

বুধবার ডিএসইতে ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩১ কোটি ৫১ লাখ টাকা কম। এর আগে গতকাল ডিএসইতে ৭৯৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইএক্স সূচক ৬.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৭.৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮১.৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩.৯৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।