প্রচ্ছদ ›› বাণিজ্য

ওষুধ, বিমা, টেক্সটাইলসহ বেশিরভাগ খাতের দর বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল ২০২২ ১৪:৪৬:১৩ | আপডেট: ৩ years আগে
ওষুধ, বিমা, টেক্সটাইলসহ বেশিরভাগ খাতের দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রকৌশল, ওষুধ, টেক্সটাইল, বিমাসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এ দিন তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী, সেই সাথে বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণও।

লেনদেন শেষে প্রকৌশলে ৫৯ শতাংশ, ওষুধ খাতে ৭০ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠানে ৬৩, পেপারে ৮৩ শতাংশ, খাদ্যে ৬০ শতাংশ, বিমায় ৭৫ শতাংশ, টেক্সটাইলে ৬২ শতাংশ, তেল ও বিদ্যুৎ খাতে ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

এছাড়া, জীবন বিমায় ৬১ শতাংশ ও সিমেন্ট খাতে ৭১ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

লেনদেন শেষে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৬৬২ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে পৌঁছায় ১ হাজার ৪৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৪৫৮ পয়েন্টে।

রোববার ডিএসইতে ৬৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২৭ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।