প্রচ্ছদ ›› বাণিজ্য

ওয়ান ব্যাংক ও ইউএস-বাংলা এয়ারলাইন্স’র চুক্তি

নিজস্ব প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২১ ১৮:৪২:০১ | আপডেট: ৩ years আগে
ওয়ান ব্যাংক ও ইউএস-বাংলা এয়ারলাইন্স’র চুক্তি

সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর হেড অব মার্কেটিং এন্ড সেল্স জনাব মোঃ শফিকুল ইসলাম এবং ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো: কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংক লিমিটেড এর কার্ড হোল্ডারগণ (ডেবিট, ক্রেডিট এবং প্রি-পেইড) অগ্রাধিকার ভিত্তিতে আভ্যন্তরীণ রুটের টিকেট কেনার ক্ষেত্রে বেস ফেয়ারের উপর ১০% ডিসকাউন্ট পাবেন।

এছাড়াও ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারগণ সারাবছরব্যাপী “০%” “স্মার্ট ইএমআই” এর আওতায় ৩ এবং ৬ মাসের সুদ মুক্ত কিস্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আভ্যন্তরীণ এবং আন্তজার্তিক রুটের টিকেট ও হলিডে প্যাকেজ কেনার সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।