প্রচ্ছদ ›› বাণিজ্য

‘কম ঝুঁকি গ্রহণকারীরা মিউচুয়াল ফান্ড, বন্ডে বিনিয়োগ করুন’

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২২ ১৭:৩৮:৪৫ | আপডেট: ৩ years আগে
‘কম ঝুঁকি গ্রহণকারীরা মিউচুয়াল ফান্ড, বন্ডে বিনিয়োগ করুন’

কম ঝুঁকি গ্রহণকারীদের মিউচুয়াল ফান্ড, বন্ডে বিনিয়োগের পরামর্শ দিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

শনিবার “বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ময়মনসিংহ ২০২২” শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিবলী রুবাইয়াত বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের আগে এ সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে হবে। স্মার্ট বিনিয়োগকারী হতে হবে।

পুঁজিবাজারে বুদ্ধিমান অনেক লোক আছেন উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন,

বাজারে অস্থিরতা তৈরির জন্য অনেক সময় নিজস্বার্থে আবার অনেক সময় রাজনৈতিক স্বার্থে গুজব ছড়ানো হয়। যেখানে প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমরা সবদিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। সেখানে আমরা কেন এতো অস্থির হচ্ছি।

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যে আমাদের আমদানি খরচ নেই। তাই আমাদের অস্থির হবার মতো কিছু নেই।

ময়মনসিংহের টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত দুইদিন ব্যাপী বিনিয়োগ শিক্ষা মেলার শেষ দিন আজ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এসময় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে বলেন কে এম খালিদ।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, শিখে বিনিয়োগ করতে হবে, তবেই বিনিয়োগকারীরা লাভবান হবেন। আর্থিক স্বস্তি এবং সঞ্চয়ের জন্যই বিনিয়োগ। সুতরাং বিনিয়োগের সুরক্ষা প্রয়োজন।

এসময় পুঁজিবাজারের কল্যাণে বিএসইসি চেয়ারম্যানের উদ্যোগের প্রশংসা করেন তিনি।

এ সেমিনারে অংশগ্রহণ করেন ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের বিপুল সংখ্যক বিনিয়োগকারী।