২০২২ অর্থবছরের অর্ধবছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলসের নিট আয় কমেছে ৯০.৩৩ শতাংশ।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সরকারি দরপত্র কমার কারণে এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের ফলে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় কমেছে।
২০২২ বছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির নিট আয় হয়েছে ৪ কোটি ৯১ লাখ ৩১ হাজার ৮৯২ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির নিট আয় ছিল ৫ কোটি ৮১ লাখ ২৯ হাজার ১৩ টাকা।
২০২২ বছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৪০ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট নগদ প্রবাহ ২০২২ সালের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য ১ টাকা ২৭ পয়সায় দাঁড়িয়েছে যা ২০২১ সালের জুলাই-ডিসেম্বর সময়ে ৬১ পয়সা ছিল। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট প্রবাহ বেড়েছে কারণ এ সময়ে কোম্পানিটির নগদ আদায় বেড়েছে।
২০২২ সালের ডিসেম্বরে এর শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ৩৩ টাকা ৭৬ পয়সা ছিল যা ২০২২ সালের জুনে ছিল ৩৩ টাকা ২৯ পয়সা।
বিবিএস ক্যাবলসের মোট শেয়ার রয়েছে ২১ কোটি ১৭ লাখ ৯ হাজার ৭৬৮ টি।
ডিএসই ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য মতে ডিসেম্বর মাস শেষে কোম্পানিটির মোট শেয়ারের ৩০.৯৮ শতাংশ পরিচালকদের হাতে, ২০.৪৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৫৪ শতাংশ বিদেশি বিনিয়োগকারী এবং বাকি ৪৭.৯৯ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
বিবিএস ক্যাবলস ২০১৭ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।