আট দিনের ব্যবধানে আবার স্বর্ণের দাম কমেছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা কমেছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ৮১ হাজার ২৯৮ টাকা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম কমেছে। তাই সমিতির স্ট্যান্ডিং অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন দাম মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।
জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ৮১ হাজার ২৯৮ টাকা লাগবে। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেট ৬৬ হাজার ৪৮৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ৫৫ হাজার ১৭১ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।