প্রচ্ছদ ›› বাণিজ্য

কর না দিলে নোরা ফাতেহির আগমনে এনবিআরের আপত্তি

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২২ ১৭:৪২:১০ | আপডেট: ২ years আগে
কর না দিলে নোরা ফাতেহির আগমনে এনবিআরের আপত্তি

কর না দিয়ে বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহি ও অন্যান্য বিদেশি তারকাদের বাংলাদেশে আগমনে আপত্তি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার স্বাক্ষরিত একটি চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

রোববার সংস্কৃতি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আপত্তি জানিয়ে চিঠিটি পাঠানো হয়েছে।

এনবিআরের সেই চিঠির সূত্রে আরও জানা যায়, বিদেশি অভিনেতা/অভিনেত্রীদের বাংলাদেশের চলচ্চিত্র ও অন্যান্য ক্ষেত্রে অভিনয়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশে আগমনের অনুমতি/ ওয়ার্ক পারমিট দেয়। চলতি বছরের ৭ নভেম্বর দৈনিক পত্রিকার খবরের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের দৃষ্টি আকর্ষণ হয় যে, উইমেন লিডারশিপ কর্পোরেশনের ব্যবস্থাপনায় ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শ্যুটিংয়ে অংশ নিতে বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহি বাংলাদেশে আগমনের অনুমতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে।

বিদেশি শিল্পীদের বাংলাদেশের যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য চুক্তিপত্রে উল্লিখিত পারিশ্রমিক ছাড়াও অভিনেতা/অভিনেত্রী ও কলাকুশলীদের জন্য পরিশোধিত অন্যান্য সব খরচ তথা বিমান বা অন্যান্য পরিবহনের মাধ্যমে পরিশোধযোগ্য যাতায়াত খরচ, তাদের থাকা খাওয়ার খরচ ইত্যাদি সব খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের উপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ৫৬ ধারার বিধান অনুযায়ী ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা/বিধান রয়েছে।

জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে অভিনেত্রী নোরা ফাতেহি ও অন্যান্য বিদেশি শিল্পী/সেলিব্রেটি ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শ্যুটিংয়ে অংশ নেয়ার নিমিত্তে উৎসে আয়কর দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত ৩০ জুলাই সন্ধ্যায় মিরর ম্যাগাজিন ম্যাক্স শপার্স প্রেজেন্স আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন বলিউড তারকা শিল্পা শেঠি। অনুমতি ছাড়াই শিল্পা শেঠিকে দেশে এনে আয়কর ফাঁকি দেয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়। সে কারণে আয়োজক প্রতিষ্ঠান মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকসন লিমিটেডের বিরুদ্ধে তদন্ত নামে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। তদন্তে কর ফাঁকির সত্যতা পেয়েছে এনবিআর।