প্রচ্ছদ ›› বাণিজ্য

করোনায় আক্রান্ত বাংলাদেশের স্পিন কোচ

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১ ১৯:০০:২২ | আপডেট: ৩ years আগে
করোনায় আক্রান্ত বাংলাদেশের স্পিন কোচ

করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। বর্তমানে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডে অবস্থান করছেন তিনি।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে আশার কথা হলো, বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছেন হেরাথ। এছাড়া তার কোনো জটিলতা নেই।

কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

নিউজিল্যান্ডে পৌঁছার পর বাংলাদেশ দলের প্রত্যেক সদস্যকেই তিনবার করে করোনার পরীক্ষা করতে হয়েছে। প্রথম দুই পরীক্ষায় খেলোয়াড় ও কোচিং স্ট্যাফের কোনো সদস্যের করোনা শনাক্ত হয়নি। তবে শেষ পরীক্ষায় হেরাথের করোনা পজেটিভ আসে।

এদিকে মঙ্গলবার প্রথমবারের মতো বাংলাদেশ দলের সদস্যরা জিমনেশিয়াম ব্যবহারের অনুমতি পায়। তবে নিউজিল্যান্ড সফরকালে ফ্লাইটে এক করোনার রোগীর সংস্পর্শে আসায় ৯ জন সদস্যকে জিমের অনুমতি দেয়া হয়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোয়ারেন্টিনের সময় পর্যন্ত তারা জিম ব্যবহার করার অনুমতি পাবেন না।

এদিকে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে প্রস্তুতির জন্য খেলোয়াড়দের আজ মাঠে নামার কথা ছিল। তবে অবিরত বৃষ্টির কারণে মাঠে নামতে পারেননি তারা।

আগামী ১ জানুয়ারি মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এরপর ৯ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।