প্রচ্ছদ ›› বাণিজ্য

কর্মীদের পুষ্টিকর খাবারের ওপর জোরারোপ বিজিএমইএ সভাপতির

নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২২ ২০:৪৬:৫১ | আপডেট: ২ years আগে
কর্মীদের পুষ্টিকর খাবারের ওপর জোরারোপ বিজিএমইএ সভাপতির
সংগৃহীত

কর্মীদের উত্তম স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বাড়াতে পুষ্টিকর খাবারের ওপর জোরারোপ করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, শ্রমিক অদক্ষতার অন্যতম কারণ নারীদের অপর্যাপ্ত পুষ্টি গ্রহণ। শ্রমিকদের জন্য পুষ্টিকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করা হলে তারা ভালো স্বাস্থ্যের অধিকারী হবে এবং কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হবে।

সোমবার ঢাকায় গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন ও আউচান ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় পোশাক কর্মীদের পুষ্টির অবস্থা উন্নত করতে সমন্বিত প্রচেষ্টা ও গণসচেতনতার ওপর জোর দিয়েছেন বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, পুষ্টিগত মূল্যের দিক থেকে কোন খাদ্যগুলো উত্তম, সে বিষয়ে সব সময় পোশাক কর্মীদের মধ্যে যথাযথ জ্ঞান থাকে না, তাই তাদের মধ্যে পুষ্টিকর খাদ্য এবং এসব খাদ্য গ্রহণের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।

ফারুক হাসান বলেন, স্বতন্ত্র কারখানাগুলোর উদ্যোগের পাশাপাশি, সাশ্রয়ী মূল্যে পোশাক শ্রমিকদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে পোশাক খাতের সকল স্টেকহোল্ডারদেরকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগ গ্রহন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী বাধ্যতামূলক সিএসআর কার্যক্রমের বাইরেও বাংলাদেশের অনেক পোশাক কারখানা স্ব-উদ্যোগী হয়ে শ্রমিকদের কল্যাণে অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করছে। এর মধ্যে একটি হলো ন্যায্য মূল্যের দোকান, যেখানে শ্রমিকদের জন্য দৈনন্দিন পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হয়।

তিনি আরও বলেন, যদি শ্রমিকদের পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য ক্রয়ের বিষয়ে সচেতন করা হয়, তাহলে তা তাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে।