প্রচ্ছদ ›› বাণিজ্য

কাঁচা মরিচ আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৩ ১৫:৩৪:৫৩ | আপডেট: ২ years আগে
কাঁচা মরিচ আমদানির অনুমতি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

রোববার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয় ৩০টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার ৬০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।

এছাড়া ৬৮টি কোম্পানিকে ৫৫ হাজার ৬০০ মেট্রিক টন টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

সম্প্রতি স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।