কানাডায় বাংলাদেশ ও পোশাক শিল্পকে তুলে ধরার জন্য টরেন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতা কামনা করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
শনিবার কানাডার টরেন্টোতে কনস্যুলেট জেনারেলে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ লুৎফর রহমানের সাথে সাক্ষাৎ করেন বিজিএমইএ সভাপতি।
এসময় টরেন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে বিদেশি বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সেবা প্রদানের জন্যও অনুরোধ জানান ফারুক হাসান।
বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান বিজিএমইএ সভাপতি।
তিনি বলেন, আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত “মেইড ইন বাংলাদেশ উইক” আয়োজন করবে বিজিএমইএ। পোশাক শিল্পের সকল ষ্টেকহোল্ডারদের একই ছাদের নিচে নিয়ে আসা, পাশাপাশি, শিল্পের ভবিষ্যত সম্ভাবনা ও রোডম্যাপ নিয়ে আলোচনা করা এ আয়োজনের উদ্দেশ্য।
এ সময় জায়ান্ট গ্রুপের পরিচালক আজফার হাসানও উপস্থিত ছিলেন।