ক্রেডিট কার্ড লেনদেনের সীমা লঙ্ঘন করায় ২৭ ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার লেনদেনের সীমা লঙ্ঘনের বিষয়ে ব্যাংকের পরিচালকদের কাছে ব্যাখ্যা জানতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
জানা যায়, ক্রেডিট কার্ডে সীমা লঙ্ঘনের বিষয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে ২৭ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের ব্যাখ্যা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম দ্য বিজনেস পোস্টকে বলেন, ২৭ ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ড তাদের সীমার বেশি মার্কিন ডলার লেনদেন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।