সরকারি বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক নগরীর বিভিন্ন সড়কে পেঁয়াজ বিক্রি করছে। তারপরও খুলনার বাজারে পেঁয়াজের দাম চড়া। ক্রেতাদের অভিযোগ, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ২০ টাকা বেড়েছে। কিন্তু ব্যবসায়ীদের দাবি পেঁয়াজের দাম যথার্থই রয়েছে।
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত সপ্তাহে স্থানীয় খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৫৫ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হয়েছে। চলতি সপ্তাহে দেশি পেঁয়াজ ৮০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের মূল্য গড়ে বেড়েছে ২০ টাকা। বৃষ্টি, পরিবহন সংকট এবং বেনাপোল ও ভোমরা শুল্ক স্টেশন দিয়ে সরবরাহ কম হওয়ায় হঠাৎ পেঁয়াজের মূল্য বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
নগরীর সোনাডাঙ্গাস্থ কেসিসি পাইকারি কাঁচা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী বাণিজ্য ভাণ্ডারের স্বত্বাধিকারী মালেক জানান, সাত দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। যে পেঁয়াজ মজুদ আছে তা বেশি দাম দিয়ে ক্রয় করতে হয়েছে। পাইকারি বাজারে তারা দেশি পেঁয়াজ প্রতিকেজি ৬৫ টাকায় বিক্রি করছেন।
টুটপাড়া জোড়াকল বাজারের ব্যবসায়ী খান সাইফুল ইসলাম জানিয়েছেন, আমদানি করা পেঁয়াজের চেয়ে দেশি পেঁয়াজের চাহিদা বেশি। অসময়ে বৃষ্টি, পরিবহন সংকট এবং সরবরাহ কম হওয়ায় হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়েছে।
টিসিবি আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান রবিউল মোর্শেদ বলেন, পেঁয়াজের দাম বাজারে ঠিক আছে। এখন আর দাম বাড়ছে না। এ অবস্থায় আর দাম কমার কোনো প্রয়োজন নেই।