প্রচ্ছদ ›› বাণিজ্য

গুজব ছড়ানো ফেসবুক পেইজের বিরুদ্ধে বিএসইসির মামলা

নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২২ ১৮:৫৬:০৫ | আপডেট: ২ years আগে
গুজব ছড়ানো ফেসবুক পেইজের বিরুদ্ধে বিএসইসির মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বিডি স্টক ডিসকাশন গ্রুপের মডারেটর আবু রমিমের বিরুদ্ধে মামলা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২০ নভেম্বর) শেরে বাংলা নগর থানায় মামলার আবেদন করেন বিএসইসি।

গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে এজাহারে বলা হয়েছে,পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন গুজব সৃষ্টির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারণার জালে ফেলছে বিডি স্টক ডিসকাশন গ্রুপের মডারেটর আবু রমিম। এটি একটি ফৈাজদারি অপরাধ এবং এর ফলে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ও স্থিতিশীলতা নস্ট হচ্ছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা‌ (ওসি) উৎপল বড়ুয়া বিজনেস পোস্টকে বলেছেন, তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৩১ ফেসবুক পেইজ বন্ধ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।