পোশাক খাতের বাংলাদেশি উদ্যোক্তাদের সহজ শর্তে গুড ফ্যাশন ফান্ড থেকে অর্থ পেতে সব ধরনের সহযোগিতা করবে দেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। তবে, এ অর্থ ব্যয় করতে সবুজ প্রকল্পে বা শিল্পায়নে।
বৃহস্পতিবার বেলজিয়ামের এন্টওয়ার্প-এ গুড ফ্যাশন ফান্ডের তহবিল পরিচালক বব অ্যাসেনবার্গ ও জিএফএফের পরিচালক বার্নাডেট ব্লোমের সঙ্গে বৈঠক করার পর এ কথা জানিয়েছে বিজিএমইএ।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ।
গুড ফ্যাশন ফান্ড- এমন একটি তহবিল যা বস্ত্র ও পোশাক খাতের উন্নয়নে দ্রুত অর্থায়নের নিশ্চিয়তা দিতে অঙ্গীকারাবদ্ধ।
সম্প্রতি বিজিএমইএ ও গুড ফ্যাশন ফান্ড বাংলাদেশের কারখানাগুলোকে উদ্ভাবনী ও সমস্যা সমাধানে টেকসই পথ দেখাতে একটি সমঝোতা স্মারক সই করেছে।
ওই চুক্তি অনুসারে, গুড ফ্যাশন ফান্ড টেকসই উৎপাদন নিশ্চিত করতে উদ্যোক্তাদের প্রযুক্তিগত, পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন বিষয়ে বিশেষ পরামর্শ দেয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী ঋণ দেবে।