প্রচ্ছদ ›› বাণিজ্য

দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল, পতনে প্রগতি ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২২ ১৫:৫১:২০ | আপডেট: ৩ years আগে
দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল, পতনে প্রগতি ইন্স্যুরেন্স
ছবি- সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দর বৃদ্ধিতে শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচরিং লিমিটেড (জেএইচআরএমএল)। এছাড়াও দর পতনের শীর্ষে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার জেএইচআরএমএলের শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা (৯.৯২ শতাংশ)। এদিন সর্বশেষ শেয়ারটি ২৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। আর প্রগতি ইন্স্যুরেন্সের দর ২ টাকা ২০ পয়সা বা ২.৬৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, বিকন ফার্মা, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, সী পার্ল বীচ ও রংপুর ফাউন্ডারি লিমিটেড।

দর পতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। দর পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ লুব্রিকেন্টস।

দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পেপার প্রোসেসিং, পাইওনিয়র ইন্স্যুরেন্স, বীচ হ্যাচারি, সোনালী পেপার, জেমিনি সী ফুড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।