প্রচ্ছদ ›› বাণিজ্য

গোপালভোগ দিয়ে নাটোরে আনুষ্ঠানিক আম সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৩ ১২:৪৫:০১ | আপডেট: ২ years আগে
গোপালভোগ দিয়ে নাটোরে আনুষ্ঠানিক আম সংগ্রহ শুরু
সংগৃহীত ছবি

চলতি মৌসুমে গোপালভোগ জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে নাটোরে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার কোলা চাপিলা গ্রামের একটি বাগানে আম পেড়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়সহ বাগান মালিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বছর নাটোর জেলার ১৩ হাজার ২৮০টি বাগান থেকে ৭৫০ কোটি টাকার আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।