এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) চলমান গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য অতিরিক্ত আরও ১৯০ মিলিয়ন ডলার তহবিলের অনুমোদন দিয়েছে। এ প্রকল্পের ফলে গ্রামীণ রাস্তাগুলোর উন্নয়ন ঘটছে, কৃষি অঞ্চলগুলো আরও বেশি উৎপাদনশীল হচ্ছে। পাশাপাশি উন্নয়ন ঘটছে বাংলাদেশের আর্থ-সামাজিক কেন্দ্রগুলোর।
“এটি এ প্রকল্পের জন্য এডিবি’র দ্বিতীয়বারের মত অতিরিক্ত অর্থায়ন উল্লেখ করে এডিবি প্রধান পল্লী উন্নয়ন বিশেষজ্ঞ মাসাহিরো নিশিমুরা বলেন, “গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নতি ও সম্প্রসারণ এবং গ্রামীণ এলাকার জীবনযাত্রার মান উন্নত করতে, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনাকে স্থিতিস্থাপকতা দিতে এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে গ্রামীণ সড়ক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
তিনি আরও বলেন, “এই প্রকল্পটি গ্রামীণ এলাকায় পরিবহন দক্ষতা এবং ওই এলাকার ওপর নির্ভরযোগ্যতা বাড়াতে, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে।”