প্রচ্ছদ ›› বাণিজ্য

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এমডি বরখাস্ত, সিআরও’র পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫০:২১ | আপডেট: ৩ years আগে
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এমডি বরখাস্ত, সিআরও’র পদত্যাগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদকে বরখাস্ত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

এ ঘটনার পর কাজের পরিবেশ নেই জানিয়ে সিএসই'র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ সামসুর রহমান তার পদ থেকে সরে দাঁড়ান।

বুধবার বিকালে দ্য বিজনেস পোস্ট'কে বিষয়টি নিশ্চিত করেছেন সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মামুন-উর-রশিদকে এক মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠায় সিএসই।