প্রচ্ছদ ›› বাণিজ্য

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ এপ্রিল ২০২৩ ১৮:০৭:৫১ | আপডেট: ১১ মাস আগে
চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ইচ্ছেমতো মূল‌্য ব‌সি‌য়ে বি‌ক্রি করা ও বা‌সি খাবার বি‌ক্রির উদ্দেশ্যে সংরক্ষণসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌রের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যাল‌য়। এ সময় চার প্রতিষ্ঠান‌কে লক্ষাধিক টাকা জ‌রিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার চট্টগ্রাম অফিসের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ জানান, শ‌নিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যাল‌য়ের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর টেরি বাজার ও কেসিদে রোড এলাকার নামিদামি পোশা‌কের ব্রান্ড সপ ও ইফতা‌রের বাজা‌রে বি‌শেষ অভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় পোশাক আমদানির কোন কাগজপত্র দেখাতে না পারা, ক্রয় রশিদ, বিক্রয় রশিদ না রাখা, বি‌দেশি প‌ণ্যে আমদানিকারকদের সিল না থাকা, ইচ্ছেমতো ম‌তো মূল‌্য ব‌সি‌য়ে বি‌ক্রি করা ও বা‌সি খাবার বি‌ক্রির উদ্দেশ্যে সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ও ভোক্তা অধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অভি‌যো‌গে ৪টি প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ২২ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এদিন সকাল সা‌ড়ে ১০টা থে‌কে উপ পরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকা‌রি প‌রিচালক জনাব নাসরিন আক্তার, জনাব মো: আনিসুর রহমান ও রানা দেবনাথ এর নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অভিযা‌নে সিএমপি পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।