প্রচ্ছদ ›› বাণিজ্য

চতুর্থবারের মতো বিএফএলএলএফই'র চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২১ ১৮:১২:২৫ | আপডেট: ৩ years আগে
চতুর্থবারের মতো বিএফএলএলএফই'র চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

বাংলাদেশ ফিনিশ লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়‌্যার এক্সপোর্টার এসোসিয়েশনের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ মাহিন। তিনি টানা চতুর্থবারের মতো ২০২২-২৩ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএফএলএলএফই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএফএলএলএফই এর ২ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন মো. দিলজাহান ভূঁইয়া এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ আউয়াল। এছাড়া ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন মো. শাহজালাল মজুমদার।

এছাড়াও ৯ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- মো. মজিবুর রহমান মঞ্জু, মো. সোহেল আহমেদ দিলু, শওকত আলী খান জাহাঙ্গীর, এম আমিরুল্লাহ, আবুল কালাম আজাদ, মো. শহীদ উল্লাহ, জয়নাল আবেদীন মজুমদার, মো. সামছুদ্দীন ভূঁইয়া বিল্পব, এসএএমএম মাহবুব উদ্দিন।